রাজধানীর ধানমন্ডিতে জুয়েলার্স ব্যবসায়ী এম এ হান্নান আজাদের বাসায় সংঘটিত ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাহসিকতার পরিচয় দেওয়া পাঁচ শ্রমিককে পুরস্কৃত করা হবে এবং তাদের পুলিশের অক্সিলিয়ারি ফোর্সে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ‘ধানমন্ডির ডাকাতির ঘটনায় সাহসিকতার পরিচয় দেওয়া পাঁচ শ্রমিকের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেবেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। পাশাপাশি তাদের অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এদিকে, রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে পুলিশের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে জানিয়ে তালেবুর রহমান বলেন, ‘নগরীর বিভিন্ন কৌশলগত পয়েন্টে টহল ও তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। যে কোনো অপরাধ দ্রুত শনাক্ত করে অভিযুক্তদের গ্রেফতার করা হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে।’
সংবাদ সম্মেলনে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম জানান, ডাকাতির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে র্যাব লেখা কালো রঙের দুটি জ্যাকেট, তিনটি ক্যাপ, দুটি মাইক্রোবাস, পাঁচটি মোবাইল ফোন, একটি লোহার ছেনি, একটি পুরোনো স্লাই রেঞ্জ এবং নগদ ৪৫ হাজার ১০০ টাকা জব্দ করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘প্রাথমিক তদন্তে ডাকাতদের ২৫ থেকে ৩০ সদস্যের একটি দল এই ঘটনায় জড়িত বলে জানা গেছে। গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে, যাতে পুরো চক্র সম্পর্কে বিস্তারিত তথ্য বের করা যায়।’
গ্রেফতার হওয়া ছয়জন হলেন— ফরহাদ বীন মোশারফ (৩৩), ইয়াছিন হাসান (২২), মোবাশ্বের আহাম্মেদ (২৩), ওয়াকিল মাহমুদ (২৬), আবদুল্লাহ (৩২) ও গাড়িচালক সুমন (২৯)।