গাজীপুরের কোনাবাড়ি আমবাগ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি কলোনির প্রায় ৫৭টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানান, আমবাগ এলাকায় একসঙ্গে মালিকানাধীন ৭০-৮০টি ঘর ছিল, যেখানে বিভিন্ন পেশার মানুষ বসবাস করতেন। রাত ১২টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পাওয়ার পর প্রথমে কোনাবাড়ি মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে সারাবো মডার্ন ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিট যোগ দেয়।
প্রায় দেড় ঘণ্টার চেষ্টার পর রাত দেড়টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, যার ফলে দুটি কলোনির ৫৭টি ঘর পুড়ে যায়।
আগুনে পুড়ে যাওয়া ঘরগুলোর মালামাল সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এ ঘটনার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার কারণ তদন্তের পর নিশ্চিত করা হবে।