চাঁদপুরের মেঘনা নদীতে একটি জাহাজ থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাদের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার দুপুর ১টার দিকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। জানা গেছে, জাহাজটির নাম এমভি আল-বাখেরা, যা নোঙর করা অবস্থায় ছিল।
বাংলাদেশ কোস্টগার্ডের স্টাফ অফিসার (ঢাকা জোন) লেফটেন্যান্ট কর্নেল শামস এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে চাঁদপুর নৌ-পুলিশের সুপার সৈয়দ মোশফিকুর রহমান জানিয়েছেন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে। ঘটনাস্থলে কোস্টগার্ড এবং পুলিশের দল রওনা হয়েছে।
তবে এখন পর্যন্ত দায়িত্বশীল কোনো কর্মকর্তার বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।