শিরোনাম

জুলাই ঘোষণাপত্র নিয়ে সর্বদলীয় বৈঠক আজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হবে। বুধবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, মঙ্গলবার এক ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছিলেন, বৃহস্পতিবারের বৈঠকে জুলাই ঘোষণাপত্রের বিষয়বস্তু নির্ধারণ করা হবে। একইসঙ্গে ঘোষণাপত্র প্রকাশের সময় এবং সরকার এতে কী ভূমিকা পালন করবে, তা-ও বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।