শিরোনাম

খুঁজে খুঁজে সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

জুলাই মাসের অভ্যুত্থান পরবর্তী সময়ে আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকা পালনকারী সকলকে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে আনসার-ভিডিপি সদর দফতর পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “প্রতিদিন দু-একজন করে ধরা পড়ছে। আজ মতিউর এবং ছাগল মতিউরকে গ্রেফতার করা হয়েছে, যাকে এতদিন ধরা সম্ভব হয়নি। বাকিদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব একদিনে করা সম্ভব নয়। অনেকেই লুকিয়ে রয়েছে, তাদের খুঁজে বের করে একে একে ধরা হবে।”

এক প্রশ্নের উত্তরে তিনি আরও বলেন, “যেসব পুলিশ সদস্যের বিরুদ্ধে ফুটেজসহ প্রমাণ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। তবে সব কিছু একদিনে সম্ভব নয়, কারণ অনেকে পালিয়ে রয়েছে। তাদের খুঁজে বের করা হবে।”

এছাড়া, পুলিশ কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও পদায়ন সংক্রান্ত প্রশ্নে তিনি বলেন, “যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে, তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। ধরা হচ্ছে, ইতিমধ্যে কিছু কর্মকর্তাকে গ্রেফতারও করা হয়েছে, যদিও এক ওসি পালিয়ে গেছে।”

অপপ্রচারের বিরুদ্ধে সঠিক ও স্বচ্ছ সাংবাদিকতার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি অনুসন্ধানী সাংবাদিকতার আরও প্রসারের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।