শিরোনাম

যশোরে অ্যাম্বুলেন্স-ভ্যানের সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
ছবি : সংগৃহীত

যশোর-বেনাপোল মহাসড়কে অ্যাম্বুলেন্সের সঙ্গে ইঞ্জিনচালিত ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন প্রাণ হারিয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

বুধবার ভোরে যশোরের ঝিকরগাছা উপজেলার নবীবনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন ঝিকরগাছার গদখালি এলাকার নাজমা খাতুন (৫০), বামনালি গ্রামের হাসান ইকবাল (৩০) এবং রত্না খাতুন (১২)। তারা সবাই ইঞ্জিনচালিত ভ্যানের যাত্রী ছিলেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলু রহমান খান জানান, অ্যাম্বুলেন্সটি যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনজন প্রাণ হারান এবং আরও দুজন আহত হন।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আহতদের যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Krishibid Group Real Estate-ads