শিরোনাম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাসে হামলা, আহত অনেকে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ দিন আগে
ছবি : সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে ঢাকামুখী শিক্ষার্থীদের বহনকারী “মার্চ ফর ইউনিটি”র গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংঘর্ষে গোটা এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে মোল্লাহাটের মাদ্রাসাঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, খুলনা থেকে ২৫টি বাসের বহর ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছানোর পর দুর্বৃত্তরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করে। শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং প্রায় এক ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।

শিক্ষার্থীদের দাবি, বেলা সাড়ে ১১টার দিকে আগে থেকে প্রস্তুত থাকা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। স্থানীয়দেরও এ ঘটনায় সহায়তার অভিযোগ উঠেছে। শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, থানা এলাকাতেই এ ঘটনা ঘটলেও পুলিশ নিরব ভূমিকা পালন করেছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের খুলনা অঞ্চলের সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, “আমাদের বহর শান্তিপূর্ণভাবে ঢাকার দিকে যাচ্ছিল। পথে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। এতে আমাদের অনেক ভাই আহত হয়েছে। এ আক্রমণের পেছনে সরকারের সহযোগীরা জড়িত।”

আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদীন সম্পদ বলেন, “এই হামলা সুপরিকল্পিত। কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে।”