ঢাকা মহানগরী ও পার্শ্ববর্তী এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সেনা ক্যাম্পগুলোর সঙ্গে জনসাধারণের সহজ যোগাযোগ নিশ্চিত করতে হালনাগাদ ফোন নম্বর প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (১৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানী ও এর আশপাশের এলাকায় বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সময় দ্রুত সহায়তা পেতে সেনা ক্যাম্পের সংশ্লিষ্ট যোগাযোগ নম্বরগুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।
নতুন প্রকাশিত এলাকাভিত্তিক সেনা সহায়তা নম্বরগুলো হলো:
১) গাজীপুর, কোনাবাড়ী, পূবাইল, কালিয়াকৈর, জয়দেবপুর, টঙ্গী, কাপাসিয়া, কালিগঞ্জ, কাশিমপুর, শ্রীপুর, নারায়ণগঞ্জ, বন্দর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও ও গজারিয়া
📞 01769-095198
📞 01769-095250
📞 01769-091020
২) ডেমরা, ওয়ারী, রমনা, শাহবাগ, পল্টন, মতিঝিল, কমলাপুর, শাহজাহানপুর, কোতোয়ালি, বংশাল, গেন্ডারিয়া, সূত্রাপুর, যাত্রাবাড়ী, শ্যামপুর ও কদমতলী এলাকাবাসীর জন্য:
📞 ০১৭৬৯-০৯২৪২৮
📞 ০১৭৬৯-০৯৫১৯৮
📞 ০১৭৬৯-০৯৫২৫০
📞 ০১৭৬৯-০৯১০২০
৩) সাভার, আশুলিয়া, কেরানীগঞ্জ, হেমায়েতপুর, বাইপাইল, দোহার, মৌচাক, মানিকগঞ্জ
📞 01769-095209
📞 01769-095198
📞 01769-095250
📞 01769-091020
৪) ফরিদপুর, নরসিংদী, মুন্সীগঞ্জ, শরীয়তপুর
📞 01769-093509
📞 01769-095198
📞 01769-095250
📞 01769-091020
৫) বিমানবন্দর, খিলক্ষেত, দক্ষিণ খান, উত্তর খান, উত্তরা পূর্ব
📞 01769-025766
📞 01769-025769
📞 01769-025865
📞 01769-025767
৬) মিরপুর-২, ৬, ৭, ১০, দুয়ারীপাড়া, রূপনগর, কাজীপাড়া, শেওড়াপাড়া, মনিপুর
📞 01769-050710
📞 01769-050693
📞 01769-050695
📞 01769-050696
৭) উত্তরা তুরাগ ও উত্তরা পশ্চিম থানা
📞 01769-082836
📞 01318-371554
📞 01318-371555
৮) দারুসসালাম ও শাহআলী থানা
📞 01769-033700
📞 01769-033702
📞 01769-033704
৯) গুলশান, বনানী, ভাটারা, বাড্ডা
📞 01769-050283
📞 01769-011559
১০) খিলগাঁও, সবুজবাগ, মুগদা থানা
📞 01769-053144
১১) রামপুরা, সবুজবাগ, তেজগাঁও শিল্পাঞ্চল থানা
📞 01769-053168
১২) ক্যান্টনমেন্ট, কাফরুল, ভাসানটেক
📞 01769-051825
📞 01769-019073
📞 01769-013236
১৩) হাজারীবাগ, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট থানা
📞 01897-914862
📞 01897-914863
📞 01897-914864
📞 01897-914865
📞 01769-051838
📞 01769-051839
১৪) শের-ই-বাংলা নগর, আদাবর, মোহাম্মদপুর থানা
📞 01815-795951
📞 01769-059888
📞 01769-051838
📞 01769-051839
১৫) তেজগাঁও থানা
📞 01769-019409
📞 01769-019415
📞 01769-051838
📞 01769-051839
১৬) লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর থানা
📞 01769-013439
📞 01619-832069
📞 01769-051838
📞 01769-051839
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সার্বিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে। কোনো ধরনের সন্দেহজনক ঘটনা বা আচরণ দেখা দিলে দ্রুততম সময়ে নিকটস্থ সেনা ক্যাম্পে তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।