২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি বেনজীর আহমেদসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১২ মার্চ) ট্রাইব্যুনাল এ আদেশ দেন। মামলায় আরও চারজন অভিযুক্ত বর্তমানে কারাগারে থাকায় তাদের প্রোডাকশন ওয়ারেন্টের মাধ্যমে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।
গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া অন্যান্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক আইজিপি হাসান মাহমুদ খন্দকার ও গণজাগরণ মঞ্চের নেতা ইমরান এইচ সরকার।
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে এ পরোয়ানা জারি করা হয়েছে।
এর আগে, গত ২৭ নভেম্বর হেফাজতে ইসলাম ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ৫০ জনকে অভিযুক্ত করে অভিযোগ দাখিল করে।
২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলাম মতিঝিলের শাপলা চত্বরে ১৩ দফা দাবিতে সমাবেশ করে। অভিযোগ অনুযায়ী, আইনশৃঙ্খলা বাহিনী রাত ১১টার দিকে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে অভিযান চালায়, এতে মাদরাসা শিক্ষার্থী ও সাধারণ পথচারীদের ওপর হামলা হয়। অভিযোগে আরও বলা হয়, নিহতদের লাশ সিটি করপোরেশনের গাড়িতে সরিয়ে গুম করা হয় এবং নিহতদের পরিবার মামলা করতে চাইলে তা নেওয়া হয়নি।
গত ১৮ আগস্ট বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী এ ঘটনায় শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন। আদালত মতিঝিল থানার ওসিকে মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।
এ মামলায় আসামিদের তালিকায় আরও আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান, ওয়ার্কার্স পার্টির নেতা রাশেদ খান মেনন, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা মাহবুব উল আলম হানিফ, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক, পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল ইসলাম, পুলিশের যুগ্ম কমিশনার বিপ্লব কুমার, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদসহ আরও অনেকে।
বাদীর অভিযোগ, অভিযুক্ত ব্যক্তিরা পরস্পরের সহযোগিতায় শাপলা চত্বরে অভিযান পরিচালনা করে এবং এ ঘটনায় বহু মানুষ হতাহত হন।