রাজধানীর চানখারপুল এলাকায় গত ৫ আগস্ট পাঁচজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের কনস্টেবল সুজন হোসেনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার (১ জানুয়ারি) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই নির্দেশ প্রদান করেন।
প্রসিকিউটর বিএম সুলতান মাহমুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার আসামি কনস্টেবল মো. সুজন হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করেছিলাম। শুনানি শেষে ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। একইসঙ্গে আগামী ১২ জানুয়ারি তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ জানুয়ারি দিন ধার্য করা হয়েছে।”
উল্লেখ্য, গত ৫ আগস্ট চানখারপুল এলাকায় বোরহানউদ্দিন কলেজের পাশে সংঘটিত একটি ঘটনায় সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, কনস্টেবল সুজন হোসেন কখনো দাঁড়িয়ে, কখনো শুয়ে ছাত্র জনতার ওপর গুলি চালাচ্ছেন।