আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করে সরকার প্রজ্ঞাপন জারি করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার (১২ মে) আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি হয়েছে। অধ্যাদেশ অনুযায়ী এটি বাস্তবায়নের দায়িত্ব আমাদের।”
এর আগে, শনিবার (১০ মে) অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির সব কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি জানান, ওই বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে, যার ফলে ট্রাইব্যুনাল এখন কোনো রাজনৈতিক দল, তাদের সহযোগী সংগঠন বা সমর্থকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারবে।
আইন উপদেষ্টা আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগ ও তাদের নেতাদের বিচার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব, জুলাই আন্দোলনের নেতাকর্মী এবং মামলার বাদী ও সাক্ষীদের সুরক্ষায় সন্ত্রাসবিরোধী আইনের আওতায় আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে, যা সাইবার জগৎকেও অন্তর্ভুক্ত করবে।”
তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় সরকারি নির্দেশনা পরবর্তী কর্মদিবসে জারি করা হবে।
এছাড়া উপদেষ্টা পরিষদের আজকের বৈঠকে আগামী ৩০ কর্মদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।