শিরোনাম

বিকেলে বাংলাদেশ উপকূল অতিক্রম করবে গভীর নিম্নচাপ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে রূপ নিচ্ছে। ভারতের আবহাওয়া দফতর (আইএমডি) জানিয়েছে, এটি বৃহস্পতিবার (২৯ মে) বিকেলের দিকে বাংলাদেশের উপকূল অতিক্রম করবে।

আইএমডির সর্বশেষ তথ্যমতে, নিম্নচাপটি বুধবার বঙ্গোপসাগরে সৃষ্ট হয় এবং আজ ভোর ৫টা ৩০ মিনিটে এটি উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছিল। এটি বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ উপকূলের কাছাকাছি চলে আসে।

প্রতিবেদনে আরও জানানো হয়, গভীর নিম্নচাপটি পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়া অঞ্চলের ওপর দিয়ে উপকূল অতিক্রম করবে। এই কারণে প্রবল বৃষ্টি, বজ্রসহ ঝড় এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা জারি করেছে সংস্থাটি।

নিম্নচাপের প্রভাব ইতোমধ্যে বাংলাদেশজুড়ে অনুভূত হচ্ছে। দেশের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি দেখা গেছে।

এছাড়া ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো— যেমন আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ।

নিম্নচাপের প্রভাবে নদী পথেও বিপদজনক অবস্থা তৈরি হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনটি নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

এই রুটগুলো হলো: ঢাকা-হাতিয়া, ঢাকা-বেতুয়া (আয়শাবাগ) এবং ঢাকা-খেপুপাড়া। একই সঙ্গে উপকূলীয় অঞ্চল ঘেঁষা নদীবন্দরগুলোতেও সব ধরনের নৌযান চলাচল স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ সদরঘাট নদীবন্দরের যুগ্ম পরিচালক মুহম্মদ মোবারক হোসেন জানিয়েছেন, বর্তমানে নদীগুলো স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি উত্তাল। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ওইসব রুটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে এবং এক ইঞ্জিনবিশিষ্ট নৌযানগুলো চলাচলেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এসব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলেও জানান তিনি।