সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে পদযাত্রার মাধ্যমে দ্রুততম সময়ে মাউন্ট এভারেস্ট জয়ের অনন্য কৃতিত্ব গড়েছেন বাংলাদেশের ইকরামুল হক শাকিল। তিনিই সপ্তম বাংলাদেশি যিনি এভারেস্টের চূড়া স্পর্শ করলেন।
‘সি টু সামিট’ শিরোনামে এবারের অভিযানে শাকিল পায়ে হেঁটে প্রায় ১,৩০০ কিলোমিটার পথ অতিক্রম করে এভারেস্টের শিখরে পৌঁছান।
জানা গেছে, শাকিল তার যাত্রা শুরু করেন গত ২৫ ফেব্রুয়ারি কক্সবাজারের ইনানী সমুদ্র সৈকত থেকে। ৯০ দিনের সময়সীমা নির্ধারণ করে এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দেন তিনি। বাংলাদেশ, ভারত ও নেপালের ভেতর দিয়ে পার হয়ে তিনি পৌঁছান পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ২৯,০৩১ ফুট উঁচু।
শাকিলের এই অসাধারণ সাফল্যের আগে ১৯৯০ সালে অস্ট্রেলিয়ান অভিযাত্রী টিম ম্যাকার্টনি-স্নেপ ভারতের গঙ্গাসাগর থেকে যাত্রা করে ৯৬ দিনে প্রায় ১,২০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এভারেস্ট জয়ের কৃতিত্ব দেখান। শাকিল তার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছেন সময় ও দূরত্বের দিক থেকে।