শিরোনাম

পুরানা পল্টনে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ মাস আগে
প্রতীকী ছবি

রাজধানীর পুরানা পল্টন এলাকায় একটি ৪ তলা ভবনের দ্বিতীয় তলায় থাকা একটি ল’ চেম্বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডটি ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের তথ্যমতে, ভবনটির নাম মানিকগঞ্জ হাউস।

ভবনের দ্বিতীয় তলায় একটি ল’ চেম্বার অবস্থিত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।