চট্টগ্রামের লোহাগাড়ায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণহানি হয়েছে ৯ জনের, আহত হয়েছেন আরও ৪ জন।
বুধবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
মাইক্রোবাসে থাকা ৭ জন ঘটনাস্থলেই মারা যান, আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
লোহাগাড়া থানার অপারেশন অফিসার মোহাম্মদ জাহিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ নিয়ে গত তিন দিনে একই এলাকায় তিনটি সড়ক দুর্ঘটনা ঘটেছে।
ঈদের দিন (৩১ মার্চ) সকালে চুনতি এলাকায় বাস ও মিনিবাসের সংঘর্ষে ৫ জন নিহত হন এবং আহত হন ৬ জন। এছাড়া ১ এপ্রিল একই স্থানে দুটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৮ জন আহত হন।
স্থানীয়রা জানান, লবণবাহী গাড়ি থেকে পড়া পানির কারণে সড়ক পিচ্ছিল হয়ে যাচ্ছে, যা একের পর এক দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।