শিরোনাম

আজ আদালতে তোলা হবে চিন্ময়কে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ফাইল ছবি

বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে আজ চট্টগ্রাম আদালতে তোলা হবে। আদালত প্রাঙ্গণ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল থেকে আদালতের প্রবেশমুখে পুলিশ, সেনাবাহিনী এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব) সদস্যরা সতর্ক অবস্থায় দায়িত্বরত রয়েছেন।

এর আগে ৩ ডিসেম্বর মঙ্গলবার চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানির তারিখ ছিল, কিন্তু আসামিপক্ষের আইনজীবী আদালতে উপস্থিত না থাকায় রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী শুনানির জন্য আজকের তারিখ ধার্য করা হয়েছে।

অন্যদিকে, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ বর্তমানে ভারতে অবস্থান করছেন। তিনি জানিয়েছিলেন, আগামী ২ জানুয়ারি চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে আদালতে উপস্থিত হবেন এবং এর আগেই বাংলাদেশে ফিরে আসবেন। তবে কিছু সময় পরে তিনি তার বক্তব্য থেকে কিছুটা সরে এসে বলেন, তিনি বর্তমানে চিকিৎসাধীন। চিকিৎসক যখন তাকে সুস্থ ঘোষণা করবেন, তখনই তিনি বাংলাদেশে ফিরবেন। তিনি আরও জানান, তিনি না থাকলেও অন্য আইনজীবীরা আদালতে উপস্থিত হবেন।