শিরোনাম

বন্ধ হচ্ছে কেয়া গ্রুপের আরও ২ কারখানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৮ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

কেয়া গ্রুপ তাদের চারটি কারখানা বন্ধ ঘোষণার ২১ দিনের মধ্যেই আরও দুটি কারখানা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ২০ মে থেকে এই দুটি কারখানা বন্ধ হবে, ফলে প্রায় ১০ হাজার শ্রমিক বেকার হয়ে পড়বেন। জানা গেছে, এই শ্রমিকদের মধ্যে অনেকেই বাক ও শ্রবণপ্রতিবন্ধী।

গত মঙ্গলবার প্রকাশিত এক নোটিশে কারখানা কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রমিক, কর্মকর্তা এবং কর্মচারীদের পাওনা বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা বন্ধ হওয়ার পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে। এ তথ্য নিশ্চিত করেছেন কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন।

স্থায়ীভাবে বন্ধ হতে যাওয়া কারখানাগুলো হলো—কেয়া কসমেটিকস লিমিটেডের নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং বিভাগ, স্পিনিং ডিভিশন, কটন ডিভিশন এবং গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

কারখানা বন্ধের কারণ হিসেবে কর্তৃপক্ষ বাজার পরিস্থিতির অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অসামঞ্জস্যতা, কাঁচামালের ঘাটতি এবং উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাকে দায়ী করেছে।

নোটিশটি গত মঙ্গলবার বিকেলে কারখানার প্রধান গেটে টাঙিয়ে দেওয়া হয়। এতে কেয়া গ্রুপের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষর করেছেন।

মানবসম্পদ ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, কেয়া গ্রুপে কর্মরত শ্রমিকদের মধ্যে বিপুল সংখ্যক বাক ও শ্রবণপ্রতিবন্ধী, যা তাদের জন্য বিশেষ উদ্বেগের বিষয়। তিনি বলেন, “সরকার যদি কারখানা খোলার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে, তাহলে আমরা পুনরায় কার্যক্রম শুরু করার চেষ্টা করব।”