শিরোনাম

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১০ মাস আগে
ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। সোমবার সকাল ৭টার দিকে কুয়াশার মাত্রা কমে যাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়।

এর আগে রোববার গভীর রাতে ঘন কুয়াশার কারণে নৌরুটে ফেরি চলাচল বিঘ্নিত হয়। রাত ১২টার দিকে পুরো নৌপথ কুয়াশার চাদরে ঢেকে যাওয়ায় দৃষ্টিসীমার বাইরে চলে যায় মার্কিং বাতি। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখে।

ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাটে দুটি ফেরি লোড অবস্থায় আটকা পড়ে। এতে যাত্রী ও যানবাহন চালকদের ভোগান্তি পোহাতে হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মো. সালাহউদ্দিন জানান, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ার পর সকাল ৭টা থেকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। রাত ১২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল দুর্ঘটনা এড়ানোর জন্য। বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি এই নৌপথে স্বাভাবিকভাবে চলাচল করছে।

Krishibid Group Real Estate-ads