শিরোনাম

সাবেক মন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্য

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ মাস আগে
ছবি : সংগৃহীত

যুক্তরাজ্যে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সম্পত্তি জব্দ করেছে দেশটির ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ)।

বুধবার (১১ জুন) রাতে আল জাজিরার অনুসন্ধানী ইউনিট ‘আই-ইউনিট’ প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আই-ইউনিটকে দেওয়া এক বিবৃতিতে এনসিএ-এর একজন মুখপাত্র জানান, সাইফুজ্জামান চৌধুরীর মালিকানাধীন একাধিক সম্পত্তি জব্দ করার আদেশ পেয়েছে সংস্থাটি। তিনি আরও বলেন, “চলমান একটি সিভিল তদন্তের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

এই জব্দ আদেশ কার্যকর হওয়ার ফলে এখন সাইফুজ্জামান চৌধুরী তার যুক্তরাজ্যের সম্পদগুলো বিক্রি কিংবা হস্তান্তর করতে পারবেন না।

উল্লেখ্য, শেখ হাসিনার নেতৃত্বাধীন পূর্বতন সরকারে ভূমিমন্ত্রীর দায়িত্ব পালন করা সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বাংলাদেশ সরকার যুক্তরাজ্যের কাছে অনুরোধ জানিয়েছিল। সেই অনুরোধের ভিত্তিতেই এনসিএ এই পদক্ষেপ নেয়।

এর আগে, শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আহমেদ শায়ান এফ রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানের প্রায় ৯ কোটি ব্রিটিশ পাউন্ড মূল্যের সম্পদও জব্দ করেছিল এনসিএ।

চট্টগ্রামের প্রভাবশালী একটি রাজনৈতিক পরিবারের সন্তান সাইফুজ্জামান চৌধুরী জাভেদ একসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। গত জুলাইয়ে সংঘটিত গণঅভ্যুত্থানের পর তিনি বাংলাদেশ ত্যাগ করেন।