সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ‘জুলাই গণহত্যা’ মামলার তদন্ত প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জমা দেওয়া হয়েছে।
সোমবার (১২ মে) বেলা ১১টার দিকে তদন্ত সংস্থার সমন্বয়কারী ও তদন্ত কর্মকর্তাসহ তিন সদস্যের একটি দল প্রধান প্রসিকিউটর তাজুল ইসলামের হাতে প্রতিবেদনটি হস্তান্তর করে। তদন্তে প্রাপ্ত তথ্যমতে, শেখ হাসিনার বিরুদ্ধে এই গণহত্যার নির্দেশদাতা হিসেবে প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে।
এটি হচ্ছে ‘জুলাই গণহত্যা’ সংক্রান্ত প্রথম তদন্ত প্রতিবেদন, যাতে সরাসরি শেখ হাসিনার সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য উঠে এসেছে। এ প্রতিবেদন জমা দেওয়ার পর প্রসিকিউশন একই দিন একটি সংবাদ ব্রিফিংয়ের মাধ্যমে গণমাধ্যমে বিস্তারিত তুলে ধরার কথা জানিয়েছে।
এর আগে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি এই মামলার তদন্ত শেষ করার সময়সীমা নির্ধারণ করে ট্রাইব্যুনাল। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল তদন্ত সম্পন্নের জন্য ২০ এপ্রিল পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল।
প্রসিকিউশনের সময় বৃদ্ধির আবেদনের শুনানিতে অতিরিক্ত প্রধান প্রসিকিউটর মিজানুল ইসলাম ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন এবং মামলার অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন। এরপরই আদালত নির্ধারিত সময়সীমা ঘোষণা করে।