ছাত্র-জনতার আন্দোলনের ফলে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ গত জুলাই মাসে সংঘটিত হত্যাকাণ্ডে সংশ্লিষ্ট ব্যক্তিদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড সংগ্রহ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তবে তথ্য প্রদান প্রক্রিয়ায় অসহযোগিতার অভিযোগ তুলেছেন প্রসিকিউটররা।
সোমবার (১৩ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।
কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে সরকার বিরোধী আন্দোলন ঘিরে গত জুলাই ও আগস্ট মাসে সংঘটিত হত্যাকাণ্ডগুলোকে ‘গণহত্যা’ হিসেবে চিহ্নিত করা হচ্ছে।
আন্দোলনের সময় নিহতের সংখ্যা নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। তবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রাথমিক তালিকা অনুযায়ী, নিহতের সংখ্যা ৭০৮ জন।
এই তালিকা হালনাগাদ করার কাজ চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।