ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে শপথ গ্রহণ করানোর দাবিতে ধারাবাহিক অবস্থান কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।
মঙ্গলবার (২০ মে) বিকেল ৪টার দিকে নগর ভবনের সামনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
ঘোষণা অনুযায়ী, আগামীকাল বুধবার সকাল ১০টায় নগর ভবনের সামনেই বিক্ষোভ সমাবেশ শুরু হবে।
কর্মসূচির ঘোষণা দেন অবসরপ্রাপ্ত জ্যেষ্ঠ সচিব মশিউর রহমান। তিনি বলেন, “আমরা চাই ইশরাক হোসেনকে দ্রুত মেয়র হিসেবে শপথ গ্রহণ করানো হোক। আগামীকাল সকাল ১০টার মধ্যে যদি এ দাবি পূরণ না হয়, তাহলে আমরা আরও কঠোর কর্মসূচিতে যাবো।”
এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে ‘ঢাকাবাসী’ ব্যানারে কয়েক হাজার মানুষ গুলিস্তানে নগর ভবনের সামনে জড়ো হয়। জনসমাগম বাড়ার পর তারা সেখানে বিক্ষোভে অংশ নেয়। নগর ভবনের মূল ফটকের সামনে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করে তারা সেখানে অবস্থান নেয়। মঞ্চে গান ও জাদু প্রদর্শনীর আয়োজনও করা হয়।
কর্মসূচির মঞ্চে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিভিন্ন কর্মচারী ইউনিয়নের নেতারাও উপস্থিত থেকে আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। তারা হুঁশিয়ারি দেন, “আগামীকাল সকাল ১০টার মধ্যে আমাদের দাবি মানা না হলে, এরপর থেকে শহরের পরিচ্ছন্নতা, ময়লা পরিবহন, বিদ্যুৎসহ সকল নাগরিক সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হবে।”
ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানো হলে নগরবাসীর নাগরিকসেবা বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় সংশ্লিষ্ট কর্মচারী ইউনিয়নগুলো।