শিরোনাম

জামায়াতে ইসলামীর নিবন্ধন ফিরিয়ে দিতে আপিল বিভাগের নির্দেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর বাতিল হওয়া নিবন্ধন পুনর্বহাল করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত নির্বাচন কমিশনকে (ইসি)।

রোববার (১ জুন) সকালে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগের চার সদস্যের একটি বেঞ্চ এ আদেশ দেন।

সর্বশেষ শুনানিতে নির্বাচন কমিশনের আইনজীবী আদালতকে জানান, জামায়াতের নিবন্ধন ইস্যুতে তারা সুপ্রিম কোর্টের চূড়ান্ত নির্দেশনার অপেক্ষায় রয়েছেন। তিনি আরও উল্লেখ করেন, আদালতের প্রশাসনিক সিদ্ধান্ত অনুযায়ী ইসির প্রতীকের তালিকা থেকে দাঁড়িপাল্লা প্রতীক বাদ দেওয়া হয়েছে। যদি দলটি পুনরায় নিবন্ধন পায়, তাহলে নতুন প্রতীক গ্রহণ করতে হবে।

অন্যদিকে জামায়াতের পক্ষে আইনজীবী জানান, আদালতের পক্ষ থেকে দাঁড়িপাল্লাকে নিষিদ্ধ করার কোনো রায় দেওয়া হয়নি। তাই এ প্রতীক ব্যবহারে জামায়াতের সামনে কোনো আইনি বাধা থাকার কথা নয়।

উল্লেখ্য, ২০১৩ সালের ১ আগস্ট এক রিট মামলার নিষ্পত্তিতে হাইকোর্ট জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং দলটিকে অযোগ্য ঘোষণা করে। পরবর্তীতে ২০১৮ সালের ৭ ডিসেম্বর নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত কার্যকর করে।