শিরোনাম

এবার ঢাকার পথে কুয়েট শিক্ষার্থীরা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ঢাকার পথে রওনা হয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা। উপাচার্যের পদত্যাগসহ ছয় দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়ার উদ্দেশ্যে শিক্ষার্থীদের দুটি বাস রাজধানীর দিকে যাত্রা করেছে।

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শিক্ষার্থীরা প্রতিবাদের অংশ হিসেবে চোখে লাল কাপড় বেঁধে ক্যাম্পাস ত্যাগ করেন। তারা জানান, দাবিগুলো বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন এবং নিরাপত্তাজনিত কারণে ভার্চুয়াল মাধ্যমেও তাদের প্রতিবাদ অব্যাহত থাকবে। আন্দোলনকারীরা অভিযোগ করেন, তাদের ছয় দফা দাবির কোনোটি এখনও বাস্তবায়ন করা হয়নি। তারা দ্রুত সমস্যার সমাধান চেয়ে শিক্ষা কার্যক্রমে ফিরে যেতে চান।

এক আন্দোলনকারী ছাত্রী বলেন, ছাত্রদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীদের হামলার পাঁচ দিন পার হলেও অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন তাদের কোনো সহায়তা দেয়নি বা যোগাযোগও করেনি। তিনি অভিযোগ করেন, নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর চাপাতি, রামদা ও পিস্তল নিয়ে হামলা চালানো হয়েছে, যা বাংলাদেশে জুলাই বিপ্লবের পর কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটেনি।

তিনি আরও জানান, কুয়েট শিক্ষার্থীরা তিন দিন আগে স্মারকলিপি পাঠালেও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি। মিডিয়ার মাধ্যমে বিষয়টি প্রকাশ করা হলেও প্রশাসন নীরব রয়েছে।

অন্য এক শিক্ষার্থী জানান, ক্যাম্পাসে নিরাপত্তাহীনতার কারণে তারা নিজেদের টাকায় বাস ভাড়া করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে যাচ্ছেন। প্রশাসন কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তারা ক্যাম্পাসে ফিরবেন না বলেও জানান।

উল্লেখ্য, গত ১৮ ফেব্রুয়ারি বিকেলে বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ করার দাবিকে কেন্দ্র করে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীদের সংঘর্ষ বাধে। আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি করেন, এ ঘটনায় দেড় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।