শিরোনাম

মেঘনা নদীতে ৩৯ যাত্রী নিয়ে ট্রলার ডুবি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে, যেখানে ৩৯ জন যাত্রী ছিলেন। স্থানীয় জেলেদের সহায়তায় ৩২ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও, এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (৩১ মে) বিকেল ৩টার দিকে ভাসানচর থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রাকালে ট্রলারটি দুর্ঘটনার শিকার হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ট্রলারটিতে মোট ৩৯ জন যাত্রী ছিলেন। নদীতে ঝড়ো আবহাওয়া ও উঁচু ঢেউয়ের কারণে একটি ডুবোচরের সঙ্গে ট্রলারটির ধাক্কা লাগে, ফলে সেটি ডুবে যায়। ঘটনার পরপরই হাতিয়ার চানন্দী ইউনিয়নের তিনটি জেলে নৌকা দ্রুত উদ্ধারকাজে অংশ নেয় এবং ৩২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। তবে এখনো ৭ জন নিখোঁজ রয়েছেন।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুতুব উদ্দিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ট্রলারটি ভাসানচর থেকে ছেড়ে আসে এবং তীরের কাছাকাছি গিয়ে দুর্ঘটনায় পড়ে। উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি।