শিরোনাম

ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ৭ জুন শুক্রবার মেট্রোরেল চলাচল পুরোদিন বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

মঙ্গলবার (৩ জুন) ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ঈদের পরদিন ৮ জুন শনিবার থেকে মেট্রোরেল সকাল ৮টা থেকে প্রতি ৩০ মিনিট অন্তর (হেডওয়ে অনুযায়ী) চলবে। এরপর ৯ জুন রোববার থেকে মেট্রোরেল চলাচল করবে সরকারি ছুটির দিনের সময়সূচি অনুযায়ী।