শিরোনাম

দেশের প্রথম মনোরেল হচ্ছে চট্টগ্রামে

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

চট্টগ্রামে দেশের প্রথম মনোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন, যা নগরীর যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রোববার (১ জুন) সকালে নগরীর ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চট্টগ্রাম সিটি করপোরেশন, ওরাসকম এবং আরব কন্ট্রাক্টর গ্রুপের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এই দুটি প্রতিষ্ঠান যৌথভাবে নগরীতে মনোরেল প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করবে।

সিটি করপোরেশনের কর্মকর্তারা জানান, জার্মানি ও মিশরের যৌথ উদ্যোগে গঠিত ওরাসকম ও আরব কন্ট্রাক্টর গ্রুপ মনোরেল নির্মাণে বিনিয়োগ ও বাস্তবায়নের আগ্রহ প্রকাশ করে। সে প্রেক্ষিতে সমঝোতা চুক্তি করা হয়।

প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, প্রস্তাবিত মনোরেল লাইনটি হবে প্রায় ৫৪ কিলোমিটার দীর্ঘ এবং এতে ৩২ থেকে ৩৩টি স্টেশন থাকবে। পুরো চট্টগ্রাম শহর ঘুরে দেখতে সময় লাগবে আনুমানিক ৩০ থেকে ৪০ মিনিট।

যানবাহন ও পরিবহন খাতের বিশেষজ্ঞদের মতে, মনোরেল হচ্ছে উন্নত প্রযুক্তিনির্ভর রেলব্যবস্থা, যা মেট্রোরেলের তুলনায় খরচে অনেকটাই সাশ্রয়ী। পাশাপাশি, এটি নির্মাণে কম জায়গার প্রয়োজন হয়, ফলে ঘনবসতিপূর্ণ নগরীতেও সহজে বাস্তবায়নযোগ্য।