জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ বাতিল ও চেয়ারম্যান মো. আবদুর রহমান খানকে অপসারণসহ চার দফা দাবিতে অসহযোগ কর্মসূচির ঘোষণা দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।
বুধবার (২১ মে) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব ভবনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, তাদের নিয়মতান্ত্রিক আন্দোলনের যৌক্তিকতা ও বিস্তার সম্পর্কে এনবিআর চেয়ারম্যান সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের কাছে সঠিক তথ্য উপস্থাপন না করে বাস্তবতা আড়াল করেছেন। যার ফলে পরিস্থিতি আজ এই পর্যায়ে এসে পৌঁছেছে।
পরিষদের পক্ষ থেকে যেসব দাবি তুলে ধরা হয়েছে তা হলো:
কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (২২ মে) প্রধান উপদেষ্টার কাছে দাবিসংবলিত একটি স্মারকলিপি প্রদান করা হবে। একইদিনে এনবিআর ও এর আওতাধীন সব কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালিত হবে। তবে রপ্তানি কার্যক্রম ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মসূচির বাইরে থাকবে।
পরবর্তী কর্মসূচি অনুযায়ী, ২৪ ও ২৫ মে ট্যাক্স, ভ্যাট এবং কাস্টমস বিভাগের সব অফিসে পূর্ণ কর্মবিরতি পালন করা হবে, কেবল কাস্টমস হাউস ও এলসি স্টেশন ছাড়া। ওই দুদিন এসব স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এই কর্মবিরতির আওতার বাইরে থাকবে।
২৬ মে থেকে আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া ট্যাক্স, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।