শিরোনাম

কেয়া গ্রুপের ৪ কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষণা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ দিন আগে
ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ী জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের চারটি কারখানা স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতির অস্থিরতা, ব্যাংকের সঙ্গে হিসাবের জটিলতা, কাঁচামালের অভাব এবং উৎপাদন কার্যক্রমের সীমাবদ্ধতার কারণ দেখিয়ে কারখানা কর্তৃপক্ষ আগামী ১ মে থেকে এই সিদ্ধান্ত কার্যকর করবে।

বৃহস্পতিবার সকালে কারখানার প্রধান ফটকে কেয়া গ্রুপের পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং কেয়া কসমেটিকস লিমিটেডের চেয়ারম্যান (নিট কম্পোজিট ডিভিশন) স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে এ ঘোষণা জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, কেয়া কসমেটিকস লিমিটেডের বিভিন্ন বিভাগ (নিট কম্পোজিট গার্মেন্টস ডিভিশন, নিটিং ডিভিশন, স্পিনিং ডিভিশন এবং কটন ডিভিশন) ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেডের (জরুন, কোনাবাড়ী) শ্রমিক ও কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে, বর্তমান বাজার পরিস্থিতি, ব্যাংকের হিসাবের অমিল এবং কাঁচামালের ঘাটতির কারণে আগামী ১ মে থেকে কারখানার কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হলো। শ্রম আইন অনুযায়ী, শ্রমিকদের সব পাওনা কারখানা বন্ধের ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে।

প্রসঙ্গত, গত ২৯ ডিসেম্বর থেকে কেয়া গ্রুপের শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনসহ ১০ দফা দাবিতে আন্দোলন করছিলেন। তারা কারখানার সামনে অবস্থান ও কোনাবাড়ী এলাকার সড়ক অবরোধ করেন। এতে যানজটের সৃষ্টি হয়।

বিক্ষোভের মুখে মালিকপক্ষ দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কারখানা ১ জানুয়ারি খুলে দিলেও আজ আবার নতুন করে স্থায়ীভাবে বন্ধের ঘোষণা দেওয়া হলো।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন জানান, কারখানা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ধাপে ধাপে শ্রমিকদের পাওনা পরিশোধ করা হবে।