দীর্ঘ পাঁচ বছর পর দেশে ফিরে আলোচিত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী তার দাওয়াতি মিশন পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) তিনি নিজেই ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ কথা জানান। মালয়েশিয়ায় দীর্ঘ সময় অবস্থানের পর এবার দেশের মাটিতে তিনি তাফসিরুল কুরআনের ধারাবাহিক কার্যক্রম চালানোর পরিকল্পনা করেছেন।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে মিজানুর রহমান আজহারী লিখেছেন:
“আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম।
দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।
প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।”
আজহারী তার নতুন পরিকল্পনার অংশ হিসেবে জানিয়েছেন, আগামী বছর থেকে তিনি বিভাগীয় সফর শুরু করবেন। প্রতিটি বিভাগে একটি করে তাফসির প্রোগ্রামে অংশ নেওয়ার পরিকল্পনা করেছেন। কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর গুলদি তাফসির ময়দানে তার “ওয়ার্ম-আপ প্রোগ্রাম” দিয়ে এই দাওয়াতি কার্যক্রমের সূচনা হবে।
তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, ইসলামিক দাওয়াত ও শিক্ষার মাধ্যমে সমাজের নতুন প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নেওয়ার লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত থাকবে।
স্বৈরশাসনের সময় বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে মিজানুর রহমান আজহারী মালয়েশিয়ায় প্রবাস জীবন কাটিয়েছেন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর তিনি দেশে ফিরে নতুন করে তার দাওয়াতি কার্যক্রম শুরুর সুযোগ পেয়েছেন।