শিরোনাম

গুমের সঙ্গে যারা জড়িত তাদের বিচার দেশের মাটিতে হবে: প্রেস সচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, গুমের সঙ্গে জড়িতদের বিচার বাংলাদেশেই অনুষ্ঠিত হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না।

বুধবার (৪ জুন) দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শফিকুল আলম বলেন, গুম হওয়া ব্যক্তিদের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হবে, সে সম্পর্কে জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। সেই সঙ্গে নিখোঁজ থাকা তিন শতাধিক ব্যক্তিকে খুঁজে বের করতে স্পষ্ট নির্দেশ দিয়েছেন তিনি।

তিনি আরও বলেন, “গুমের ঘটনায় সবচেয়ে বেশি সম্পৃক্ততা র‌্যাবের গোয়েন্দা শাখার। গুম কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে, র‍্যাবের গোয়েন্দা ইউনিট ছিল এক ভয়ংকর হত্যাযন্ত্র। তারা পদোন্নতি ও ভালো পোস্টিং পাওয়ার আশায় গুম ও হত্যাকাণ্ডে জড়িত হতো।”

এছাড়াও শফিকুল আলম জানান, গুমের ভয়াবহ ইতিহাস সংরক্ষণের জন্য একটি বিশেষ যাদুঘর প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। গণভবন প্রাঙ্গণে ‘হরর মিউজিয়াম’ নামে এ যাদুঘরে র‍্যাবের নির্যাতন ও গুম সংক্রান্ত তথ্য তুলে ধরা হবে।

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৫ জুন) থেকে গুম কমিশনের প্রতিবেদন ধাপে ধাপে প্রকাশ শুরু হবে, যা পর্যায়ক্রমে জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।