শিরোনাম

ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ দিন আগে
ছবি : সংগৃহীত

ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে সারাদেশে চলছে বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জনের কর্মসূচি। এরই অংশ হিসেবে রাজধানী ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ জানান একদল তরুণ।

সোমবার (৭ এপ্রিল) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে বিক্ষোভকারীরা দূতাবাসের সামনের মহাসড়কে অবস্থান নেন, যার ফলে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এদিকে, সকাল থেকেই মার্কিন দূতাবাসের আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। সেনা সদস্যরা মানবপ্রাচীর তৈরি করে দূতাবাসের সুরক্ষা নিশ্চিত করেন। সেখানে উপস্থিত অনেককে তল্লাশি করা হয়।

বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, “গাজার বিজয় সুনিশ্চিত। পৃথিবীর অস্তিত্ব যতদিন থাকবে, ততদিন ইসলামি ভূমিকে ধ্বংস করা সম্ভব নয়।”

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপকমিশনার তারেক মাহমুদ জানান, ছাত্র, সাধারণ মানুষ এবং বিভিন্ন সংগঠনের কর্মীরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে নতুনবাজার এলাকায় এসে অবস্থান নেন। মিছিল শেষ হলে তারা এলাকা ত্যাগ করবেন।

এর আগে সকাল থেকেই বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। তারা ‘ফ্রি ফিলিস্তিন’, ‘ট্রাম্পের দুই গালে জুতা মারো তালে তালে’, ‘আমরা কারা, তোমরা কারা – ফিলিস্তিন, ফিলিস্তিন’ ইত্যাদি স্লোগানে গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদ জানান।