শিরোনাম

৩ বিভাগে অতি ভারি বর্ষণের সতর্কবার্তা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টায় দেশের তিনটি বিভাগে ভারি থেকে অতিভারি বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

রোববার (১৮ মে) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত একটি বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তায় বলা হয়, সক্রিয় মেঘমালার কারণে ১৮ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী তিন দিনের মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারি (প্রতি ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) অথবা অতিভারি (৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত ঘটতে পারে।

এছাড়া, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের একাধিক স্থানে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি বা বৃষ্টিপাত হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কয়েকটি এলাকায় মাঝারি বা ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই সময় দেশের অধিকাংশ অঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।