শিরোনাম

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৭ মাস আগে
ছবি : সংগৃহীত

টাঙ্গাইলে ঈদগাহ মাঠে সম্ভাব্য সংঘর্ষ এড়াতে সোমবার (৩১ মার্চ) ভোর ৫টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন। রোববার (৩০ মার্চ) জেলা প্রশাসকের কার্যালয় থেকে অফিস আদেশের মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

জানা গেছে, টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদের নামাজ আদায়কে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির শঙ্কায় জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক এ নিষেধাজ্ঞা জারি করেছেন।

প্রশাসনের নির্দেশনায় বলা হয়েছে, বড় বাসালিয়া ঈদগাহ মাঠের ৪০০ গজ এলাকার মধ্যে সকল ধরনের জনসমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানো, বিশৃঙ্খলা সৃষ্টি, লাঠিসোঁটা বা অস্ত্র বহন এবং বিস্ফোরক দ্রব্য পরিবহন নিষিদ্ধ থাকবে। এছাড়া, উক্ত এলাকায় সাধারণ মানুষের অননুমোদিত প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসক শরীফা হক জানান, ঈদের দিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত শান্তি-শৃঙ্খলা রক্ষায় এ নির্দেশনা কার্যকর থাকবে।

Krishibid Group Real Estate-ads