বাগেরহাটের পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে লাগা আগুন দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে। বন বিভাগের তথ্য অনুসারে, এখন পর্যন্ত প্রায় সাড়ে তিন একর বনভূমি আগুনে পুড়ে গেছে। এ ঘটনায় বন বিভাগ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।
শনিবার (২২ মার্চ) সকাল সাতটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন যাতে আরও বিস্তৃত অঞ্চলে ছড়িয়ে না পড়ে, সেজন্য চারপাশে ফায়ার লাইন কেটে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিস ও বন বিভাগের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে আগুন সম্পূর্ণ নিভেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি, কারণ মূল স্থান থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নতুন করে ধোঁয়ার অস্তিত্ব দেখা গেছে।
বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত কমিটি কাজ শুরু করবে।
এদিকে, অগ্নিকাণ্ডের পরপরই যথাযথ ব্যবস্থা না নেওয়ার অভিযোগ উঠেছে। তবে বন বিভাগ জানিয়েছে, আগুনের বিস্তার ঠেকাতে আগে থেকেই ফায়ার লাইন কাটা হয়েছিল, কিন্তু পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে কিছুটা বিলম্ব হয়েছে।
সুন্দরবনের সুরক্ষা নিশ্চিতে কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন পরিবেশবিদরা। সেভ দ্য সুন্দরবন ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. লায়ন ফরিদুল ইসলাম বলেন, ‘শুষ্ক মৌসুমে সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। বন সংলগ্ন এলাকার মানুষকে আরও সতর্ক হতে হবে, পাশাপাশি কর্তৃপক্ষেরও নজরদারি জোরদার করা জরুরি।’