সিলেটের গোলাপগঞ্জে টানা ভারি বৃষ্টির কারণে একটি পুরনো টিলা ধসে পড়ে একটি পরিবারের চারজন সদস্য মাটির নিচে চাপা পড়েন। রোববার (১ জুন) সকালে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সমন্বিত প্রচেষ্টায় সাড়ে তিন ঘণ্টা চেষ্টার পর তাদের মরদেহ উদ্ধার করা হয়।
গোলাপগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ ফুয়াদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতরা হলেন—রিয়াজ উদ্দিন (৫০), তার স্ত্রী রহিমা বেগম, কন্যা সামিয়া খাতুন (১৫) এবং পুত্র আব্বাস উদ্দিন (১৩)। তাঁরা সবাই গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকার বাসিন্দা।
গোলাপগঞ্জ মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, টিলা ধসে মৃত্যুর ঘটনায় ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও পুলিশ একসঙ্গে উদ্ধার কার্যক্রম চালায়। মরদেহগুলোর ময়নাতদন্ত প্রক্রিয়া চলছে।
শনিবার গভীর রাতে, আনুমানিক পৌনে ৩টার দিকে বখতিয়ারঘাট এলাকায় প্রবল বর্ষণের ফলে হঠাৎ করে পাশের একটি পুরনো টিলা ধসে পড়ে। টিলার নিচে থাকা রিয়াজ উদ্দিনের বাড়ির উপর মাটি চাপা পড়লে ঘরে থাকা চারজনই মাটির নিচে আটকা পড়েন। চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার চেষ্টা চালালেও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।