ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে বাসে ডাকাতি বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে প্রতিটি স্টপেজ থেকেই যাত্রীদের ছবি তুলতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।
মঙ্গলবার (৩ জুন) সচিবালয়ে নিজের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
তিনি জানান, বাস মালিক সমিতির প্রতিনিধিদের সঙ্গে সরকারের বৈঠকে গতবারের মতো এবারও নির্ধারিত ভাড়ার বিষয়টি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, “গত ঈদযাত্রা ছিল নির্বিঘ্ন, এ বিষয়টি আপনারাও প্রচার করেছিলেন। এবারও যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে, সেজন্য মালিকপক্ষের সঙ্গে বসে সিদ্ধান্ত হয়েছে—সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত কোনো ভাড়া নেওয়া যাবে না, যাওয়া বা ফেরার পথে উভয়দিকেই।”
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, “অনেক সময় দেখা যায়, ঈদের সময়ে অদক্ষ চালকদের দিয়ে গাড়ি চালানো হয়, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। মালিকদের অনুরোধ করা হয়েছে, কোনোভাবেই যেন অদক্ষ চালকদের দিয়ে বাস না চালানো হয়।”
তিনি জানান, ঈদের সময় যাত্রীর ছদ্মবেশে ডাকাত বাসে উঠে পড়ার আশঙ্কা থাকে। এ পরিস্থিতি মোকাবিলায় দূরপাল্লার প্রতিটি বাসের যাত্রীদের ছবি তুলতে হবে। প্রথম স্টপেজ থেকে শুরু করে যেখানেই যাত্রী উঠানো হবে, সেখানেই ছবি তুলতে হবে। তিনি বলেন, “ধরা যাক, আমিনবাজার থেকে যাত্রী উঠানো হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাহলে সেখান থেকেই সব যাত্রীর ছবি তুলে দরজা বন্ধ করতে হবে। আবার কিছু বাস সাভার থেকে যাত্রী নেয়—তাদের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য।”
প্রতিটি বাসে তিনজন দায়িত্বপ্রাপ্ত কর্মী থাকবেন জানিয়ে উপদেষ্টা বলেন, “যদি কোনো সন্দেহজনক পরিস্থিতি দেখা দেয়, তাহলে তারা সঙ্গে সঙ্গে বাস মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করবে।”