শিশুর ভুল চোখে চিকিৎসার অভিযোগে বাংলাদেশ আই হসপিটালের শিশু চক্ষু বিশেষজ্ঞ ডা. শাহেদারা বেগমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ জানুয়ারি) গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এর আগে ধানমন্ডি থানায় ভুক্তভোগী শিশু ইরতিজা আরিজ হাসানের বাবা মাহমুদ হাসান তার সন্তানের ভুল চোখে চিকিৎসার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলার এজাহার অনুযায়ী, শিশু ইরতিজার চোখে ময়লা জমার সমস্যার জন্য মঙ্গলবার তাকে হাসপাতালে নিয়ে আসেন তার বাবা-মা। তবে চিকিৎসা চলাকালীন বাম চোখের পরিবর্তে ভুল করে ডান চোখে চিকিৎসা করা হয়। পরে বিষয়টি বুঝতে পেরে ডা. শাহেদারা বেগম দুঃখ প্রকাশ করেন এবং পুনরায় বাম চোখে চিকিৎসা সম্পন্ন করেন।