শিরোনাম

৪ দিনের রিমান্ডে তুরিন আফরোজ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৫ মাস আগে
ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত।

মঙ্গলবার ঢাকার অতিরিক্ত প্রধান মহানগর হাকিম জাকির হোসেন এ আদেশ দেন।

ওইদিন তুরিন আফরোজকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রাষ্ট্রপক্ষের হয়ে রিমান্ডের পক্ষে শুনানি করেন সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এই বিষয়ে উত্তরা পশ্চিম থানার আদালত প্রসিকিউশন বিভাগের সাব-ইন্সপেক্টর আতিকুর রহমান খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাতে রাজধানীর উত্তরায় একটি বাসায় অভিযান চালিয়ে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়েছে, গত ৫ আগস্ট দুপুর ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিএনএস সেন্টার সংলগ্ন এলাকায় ছাত্রনেতা আব্দুল জব্বার গুলিবিদ্ধ হন। পরে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এই ঘটনার প্রেক্ষিতে ২৭ মার্চ উত্তরা পশ্চিম থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং ১০০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করেন আ. জব্বার। মামলায় ব্যারিস্টার তুরিন আফরোজকে ৩০ নম্বর এজাহারভুক্ত আসামি করা হয়েছে।

Krishibid Group Real Estate-ads