শিরোনাম

ঢাকা ছেড়েছেন জাতিসংঘ মহাসচিব

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ ঘন্টা আগে
ছবি : সংগৃহীত

চার দিনের সফর শেষে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ঢাকা ছেড়েছেন। রোববার (১৬ মার্চ) সকালে তিনি বাংলাদেশের সফর শেষ করে বিদায় নেন।

দীর্ঘ সাত বছর পর গত বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে দ্বিতীয়বারের মতো বাংলাদেশ সফরে আসেন জাতিসংঘ মহাসচিব। বিমানবন্দরে তাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

সফরের দ্বিতীয় দিন, শুক্রবার (১৪ মার্চ), তিনি কক্সবাজারের নির্মাণাধীন আন্তর্জাতিক বিমানবন্দর এবং খুরুশকূল জলবায়ু উদ্বাস্তু কেন্দ্র পরিদর্শন করেন। এরপর, রোহিঙ্গা শরণার্থীদের সঙ্গে ইফতারেও অংশ নেন।

তৃতীয় দিনেও ব্যস্ত সময় কাটান জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন এবং বাংলাদেশের নানা বিষয় পর্যালোচনা করেন।