শিরোনাম

দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে তারা আন্দোলন শুরু করেন। কিছু সময় পরই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে অংশ নেন।

আন্দোলনরত শ্রমিকদের দাবি, কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্না (৩২) তার অসুস্থ সন্তানকে দেখাশোনার জন্য মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমানের কাছে ছুটির আবেদন করেন। তবে ছুটি না দিয়ে কারখানা কর্তৃপক্ষ তার পরিচয়পত্র জমা রেখে বিদায় করে দেয়, ফলে তিনি বাড়ি ফিরে যান। বুধবার সকালে কর্মস্থলে ফেরার পথে সকাল ৫টা ৪০ মিনিটে এক সড়ক দুর্ঘটনায় তিনি প্রাণ হারান।

এ ঘটনার প্রতিবাদে সহকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত রয়েছেন।