শিরোনাম

ওমরাহ পালনে অহনা রহমান

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ দিন আগে
ছবি : সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান তার ক্যারিয়ার শুরু করেছিলেন মডেলিংয়ের মাধ্যমে। শোবিজ অঙ্গনে প্রবেশের পর তিনি বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। অভিনেত্রী প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্ত-অনুরাগীদের সঙ্গে বিভিন্ন ছবি বা মতামত শেয়ার করেন। এবার তিনি জানালেন ওমরাহ পালন করতে যাওয়ার আনন্দঘন মুহূর্তের কথা।

বুধবার (১ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দুটি ছবি শেয়ার করেন অহনা রহমান। ছবিতে দেখা যায়, তিনি কাবাঘরের সামনে দাঁড়িয়ে আছেন।

একটি দীর্ঘ স্ট্যাটাসে অহনা লিখেছেন—‘প্রিয় ২০২৪ সাল, তুমি আমার জীবনে অনেক কিছু এনেছ এবং কিছু নিয়ে গিয়েছ। এ বছর আমাকে শিখিয়েছ, মানুষ কত রকমের হতে পারে। তবে বছরের শেষ চমকটি ছিল আমার জন্য অনেক বড় আশীর্বাদ, যা কোনো কিছুর সঙ্গে তুলনা করা যায় না। এখন বুঝতে পারি, আল্লাহ কেন মানুষের ধৈর্য ও বিশ্বাসের পরীক্ষা নেন। এতে আমার ইমান আরও শক্তিশালী হয়েছে।’

তিনি আরও লেখেন, ‘আল্লাহ আমাদের জীবন থেকে কিছু ছোট জিনিস সরিয়ে দিয়ে উত্তম কিছু দিয়ে পুরস্কৃত করেন। আমার একটি স্বপ্ন পূরণ না হলেও সবচেয়ে বড় স্বপ্নটি তিনি পূরণ করেছেন। তাই তাঁর প্রতি কোনো অভিযোগ নেই আমার।’

অহনা তার স্ট্যাটাসে আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, আল্লাহ যেভাবে আমার বছর শুরু করেছেন, সেভাবেই সুন্দরভাবে শেষ করবেন। আমি যেভাবে এই বছর শুরু করেছি, তুমিও আমার সঙ্গে থেকে ঠিক তেমনভাবেই শেষ পর্যন্ত থেকো। নতুন বছরের জন্য সবাইকে শুভেচ্ছা।’