শিরোনাম

পরীমণির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ মাস আগে
ছবি : সংগৃহীত

ঢাকাই সিনেমার পরিচিত নায়িকা পরীমণির বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রোববার (২৬ জানুয়ারি) দুপুরে ঢাকার একটি আদালত এই আদেশ দেন।

গত এপ্রিল মাসে, ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এম সাইফুল ইসলামের আদালতে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করেন বাদীর আইনজীবী আবুল কালাম মোহাম্মদ সোহেল।

মামলার তদন্ত কর্মকর্তা, পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো. মনির হোসেন তদন্ত প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, পরীমণি এবং তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে অন্য আসামি ফাতেমা তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি।

২০২১ সালের ৬ জুলাই, বোটক্লাবের সভাপতি নাসির উদ্দিন মাহমুদ পরীমণি ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। মামলায় পরীমণি ছাড়াও তার সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি এবং জুনায়েদ বোগদাদী জিমি ওরফে জিম আছেন।

মামলায় অভিযোগ করা হয়, পরীমণি এবং তার সহযোগীরা অ্যালকোহল সেবন করেন এবং বিভিন্ন ক্লাবে গিয়ে মূল্য পরিশোধ না করেই পার্সেল নিয়ে চলে যান। পরে, ২০২১ সালের ৯ জুন, সাভারের বোটক্লাবে পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিন মাহমুদকে মারধর ও হত্যার হুমকি দেন এবং ভাঙচুর করেন। পরীমণি এই ঘটনার পর সাভার থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন, তবে পুলিশ তদন্তে এর কোনো প্রমাণ পায়নি।