শিরোনাম

বিজয় দিবসের কনসার্টে গাইবেন বেবী নাজনীন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ সপ্তাহ আগে
ছবি : বেবী নাজনীন

চলতি বছর বিজয় দিবস উপলক্ষে সার্বজনীনভাবে উদযাপনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি (বিএনপি)। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভিনদেশি সাংস্কৃতিক প্রভাব থেকে মুক্তি এবং নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানোর লক্ষ্যে ১৬ ডিসেম্বর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে একটি কনসার্ট আয়োজন করা হবে।

এই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। ১০ ডিসেম্বর গুলশানের উদয় টাওয়ারে ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এই ঘোষণা দেন।

কনসার্টে পারফর্ম করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। এছাড়া জেমস, ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফা, কনকচাঁপা, ইমরান, মনির খান, প্রীতম, কণা, বাউল শিল্পী ও লালন শিল্পীসহ এ প্রজন্মের অন্যান্য জনপ্রিয় শিল্পীরাও অংশ নেবেন।

এই কনসার্ট বিকেল তিনটা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে।

কনসার্ট সম্পর্কে বেবী নাজনীন বলেন, “সবার আগে দেশ। দেশের জন্য তরুণরা নিজেদের প্রাণ দিয়েছিলেন, তাই আমাদের দেশের সংস্কৃতিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। সেই উদ্দেশ্যেই এই কনসার্ট আয়োজন করা হচ্ছে। বিজয় দিবসের কনসার্টে গান গাইতে পারব, এটা ভাবতেই ভালো লাগছে। বিশেষ করে তরুণ প্রজন্মকে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই যেন এতে উপস্থিত থাকেন।”

  • usharbani
  • ঊষারবাণী
  • বিজয় দিবস
  • বেবী নাজনীন
  •