শিরোনাম

নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর আদেশ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

সোমবার (১৯ মে) ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নুসরাত ফারিয়াকে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা, ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) বিল্লাল ভূঁইয়া তার জামিন না দিয়ে কারাগারে রাখার আবেদন করেন। অন্যদিকে, আসামিপক্ষ তার জামিন চেয়ে আবেদন করে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী, মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং জামিন আবেদনের শুনানির জন্য আগামী ২২ মে দিন ধার্য করেন।

ওই দিন সকাল ৯টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে নিয়ে আসা হয় এবং তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানির সময় তাকে আদালতের এজলাসে তোলা হয়।

এর আগে ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

প্রসঙ্গত, ভাটারা থানাধীন এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, ভাবনা, জায়েদ খানসহ ১৭ জন অভিনেতা-অভিনেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের বিভিন্ন পর্যায়ের ২৮৩ জনকে আসামি করা হয়েছে।

মামলাটি ২৮ এপ্রিল আদালতের নির্দেশনার ভিত্তিতে পরদিন ভাটারা থানায় নথিভুক্ত হয়। অভিযোগে বলা হয়েছে, নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতা করে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছেন এবং অর্থ সহায়তা দিয়েছেন।

উল্লেখ্য, নুসরাত ফারিয়া রেডিও জকি হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পরে ২০১৩ সালে উপস্থাপনায় নাম লেখান এবং কিছু নাটকে অভিনয় করেন। ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি আশিকী দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তার। শুরুতেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেন তিনি। এরপর ঢাকাই ও কলকাতার চলচ্চিত্র মিলিয়ে প্রায় ২০টির বেশি সিনেমায় কাজ করেছেন।