শিরোনাম

নুসরাত ফারিয়া গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ সপ্তাহ আগে
ছবি : সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। রোববার (১৮ মে) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ভাটারা থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছিল। গত ২৯ এপ্রিল ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহুরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর ভাটারা এলাকায় সংঘটিত একটি হত্যাচেষ্টার ঘটনায় নুসরাত ফারিয়াসহ মোট ১৭ জনকে আসামি করা হয়। এই তালিকায় আরও আছেন অভিনেত্রী অপু বিশ্বাস, ভাবনা ও জায়েদ খান।

মামলার নথিপত্রে দেখা যায়, সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, তার সরকারের ২৮৩ জন সদস্য এবং আরও তিন-চার শত অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মামলা দায়ের করেন এনামুল হক নামে একজন। মামলায় বলা হয়, আন্দোলন দমনে আর্থিক সহায়তা দেওয়ায় নুসরাত ফারিয়াকে দায়ী করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, আসামিরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমন করতে অর্থ সহায়তা ও সরাসরি সহিংসতায় যুক্ত ছিলেন। ঘটনাক্রমে অন্য আসামিদের গুলিতে এনামুল হক আহত হন এবং অজ্ঞান হয়ে রাস্তায় পড়ে যান।

এ বিষয়ে ভাটারা থানার ওসি মাজহুরুল ইসলাম বলেন, মামলার সব কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হচ্ছে।