শিরোনাম

আম্বানি-আদানিদের সঙ্গে ধনী তালিকায় শাহরুখ, কত কোটির মালিক?

অনলাইন ডেস্ক
প্রকাশ: ৩ মাস আগে

ধনীর তালিকায় মুকেশ আম্বানি ও গৌতম আদানির সঙ্গে শাহরুখ খান: বলিউডের সম্পদশালীদের তালিকায় আরও কয়েকজন

ভারতের ধনীর তালিকায় এবার স্থান পেয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান, মুকেশ আম্বানি এবং গৌতম আদানিদের সঙ্গে। ধনী ব্যক্তিদের এই তালিকায় শাহরুখ ছাড়াও বলিউডের আরও কিছু তারকারা রয়েছেন। ৩৩৪ জনের এই তালিকায় যাঁরা রয়েছেন তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১৫৯ লাখ কোটি টাকা।

শাহরুখ খানের মোট সম্পদ বর্তমানে প্রায় ৭,৩০০ কোটি টাকা। তাঁর এই বিপুল সম্পদের পেছনে রয়েছে ‘রেড চিলিস এন্টারটেইনমেন্ট’ প্রযোজনা সংস্থা এবং ‘কলকাতা নাইট রাইডারস’ ক্রিকেট দলের সহ-মালিকানার অবদান। বিশেষ করে গত বছর শাহরুখের প্রযোজনা সংস্থা আকাশছোঁয়া লাভ করেছে, যখন তাঁর প্রযোজিত ‘পাঠান’ এবং ‘জওয়ান’ সিনেমা ব্যাপক ব্যবসা সফল হয়।

শুধু শাহরুখই নয়, এই ধনীর তালিকায় বলিউডের আরও কয়েকজন বিশিষ্ট তারকাও জায়গা করে নিয়েছেন:

  1. শাহরুখ খান: ৭,৩০০ কোটি টাকা
  2. জুহি চাওলা: ৪,৬০০ কোটি টাকা
  3. হৃতিক রোশন: ২,০০০ কোটি টাকা
  4. অমিতাভ বচ্চন: ১,৬০০ কোটি টাকা
  5. করণ জোহর: ১,৪০০ কোটি টাকা

জুহি চাওলা, যিনি ‘কলকাতা নাইট রাইডারস’-এর সহ-মালিক, ৪,৬০০ কোটি টাকার সম্পদের মালিক হয়ে বলিউডের দ্বিতীয় ধনী ব্যক্তির স্থান দখল করেছেন। হৃতিক রোশন তৃতীয় স্থানে রয়েছেন, তাঁর ২,০০০ কোটি টাকার সম্পদে বিশাল অবদান রেখেছে তাঁর অ্যাথলেটিক ব্র্যান্ড ‘এইচআরএক্স’। অমিতাভ বচ্চন ও করণ জোহরও এই তালিকায় সম্মানজনক স্থান অধিকার করেছেন।

বলিউডের এই ধনী ব্যক্তিরা তাঁদের ব্যবসায়িক দক্ষতা এবং অভিনয় ক্যারিয়ারের মাধ্যমে অর্জিত সম্পদ দিয়ে ভারতের অন্যতম ধনীদের তালিকায় জায়গা করে নিয়েছেন।

  • dailyusharbani
  • usharbani
  • ধনী
  • ভারতের ধনী
  • শাহরুখ
  •