২০১৭ সালের ঘটনা। জনপ্রিয় ঢালিউড অভিনেতা ও গায়ক তাহসান খান এবং অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা হঠাৎ করেই বিচ্ছেদের ঘোষণা দিয়ে সবাইকে চমকে দেন। ১১ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার এই খবর যেন অপ্রত্যাশিত এক ঝড় বইয়ে দেয়। এরপর দুই বছর পার না হতেই মিথিলা বিয়ে করেন টালিউড পরিচালক সৃজিত মুখার্জিকে। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় সৃজিতের সঙ্গে নতুন জীবন শুরু করেন তিনি।
অন্যদিকে, বিচ্ছেদের পর দীর্ঘ সাত বছর একাই ছিলেন তাহসান। নতুন কোনো সম্পর্কের খবরও শোনা যায়নি। তবে গতকাল, ৪ জানুয়ারি, তার দ্বিতীয় বিয়ের খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, ঢাকার একটি কমিউনিটি সেন্টারে পারিবারিক আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তাহসান। এই খবর প্রকাশিত হওয়ার পর ভক্তদের কাছ থেকে তিনি শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসে যাচ্ছেন।
তাহসানের দ্বিতীয় বিয়ের খবর সামনে আসার পর আবারও আলোচনায় আসে তার সাবেক স্ত্রী মিথিলা। অনেকেই তার প্রতিক্রিয়া জানতে চাইলেও মিথিলা এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি। তবে গতকাল সকালে মেয়েকে নিয়ে একটি ছবি ফেসবুকে শেয়ার করেছিলেন তিনি, যা দ্রুত ভাইরাল হয়। পরবর্তীতে ছবিটি তিনি ফেসবুক থেকে মুছে ফেলেন।
এদিকে গুঞ্জন উঠেছে, তাহসান জীবনের নতুন অধ্যায় শুরু করলেও মিথিলার সংসারে টানাপোড়েন চলছে। বেশ কিছুদিন ধরে মেয়ে আইরাকে নিয়ে ঢাকায় থাকছেন তিনি। আইরাকে ঢাকার একটি স্কুলে ভর্তি করিয়েছেন বলেও জানা গেছে। অন্যদিকে, নির্মাতা সৃজিতের সঙ্গে তাকে দীর্ঘদিন দেখা যাচ্ছে না। এমনকি গত ২৩ সেপ্টেম্বর সৃজিতের জন্মদিনেও তিনি উপস্থিত ছিলেন না। শোনা যাচ্ছে, তখন থেকেই আলাদা রয়েছেন তারা। সৃজিত জানিয়েছেন, মেয়েকে মিস করছেন তিনি।
তাহসানের সঙ্গে বিচ্ছেদের পর সৃজিতকে বিয়ে করায় মিথিলাকে নানা সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছে। তবে তিনি কখনো সেসব নিয়ে প্রকাশ্যে প্রতিক্রিয়া দেননি। এবার তাহসানের দ্বিতীয় বিয়ের খবরে মিথিলা এবং তার বর্তমান দাম্পত্য জীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। যদিও তাদের দূরত্বের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।