তরুণ প্রজন্মের মধ্যে জনপ্রিয় সংগীতশিল্পী ও সোশ্যাল ইনফ্লুয়েনসার তাসরিফ খান এবং তার ব্যান্ড কুঁড়েঘর শ্রোতাদের মাঝে অনুপ্রেরণার উৎস। তবে সম্প্রতি একটি কনসার্টে অংশ নিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হন তারা, যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন তাসরিফ।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির আমন্ত্রণে কনসার্টে পারফর্ম করতে যান তাসরিফ ও তার ব্যান্ড কুঁড়েঘর। রোববার মধ্যরাতে এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, “রাত ৩টা বেজে ৪ মিনিট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে আমার শ্রোতাদের কাছে ক্ষমা চেয়ে লিখছি।”
তাসরিফ জানান, তাদের কনসার্ট শুরু হওয়ার কথা ছিল রাত ৮টায়। পরে আয়োজকরা জানান, পারফর্ম করার সময় হবে রাত ১১টায়। সেই অনুযায়ী, তারা রাত ১০টায় ক্যাম্পাসে পৌঁছালেও অনুষ্ঠানটির পরিকল্পনায় সমস্যা থাকার কারণে রাত ৩টা পর্যন্ত অপেক্ষা করেও তারা পারফর্ম করতে পারেননি।
তিনি বলেন, “এই ঘটনাটি শুধু কুঁড়েঘরের নয়, বরং আমাদের অপেক্ষায় থাকা শ্রোতাদের জন্যও অত্যন্ত দুঃখজনক। অনেকেই হয়তো জানতেও পারলেন না যে কুঁড়েঘর এসেছিল এবং গান পরিবেশন করার অপেক্ষায় ছিল।”
পোস্টের শেষ অংশে তাসরিফ এক সিদ্ধান্ত জানান, “যারা আমাদের শ্রোতা হয়ে অপেক্ষা করেছেন, তাদের কাছে আমরা ক্ষমা চাই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের কাছে অত্যন্ত প্রিয়, তবে মানিকগঞ্জ জেলা ছাত্র কল্যাণ সমিতির আয়োজিত কোন কনসার্টে ভবিষ্যতে কুঁড়েঘর আর অংশ নেবে না।”