লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি আগ্রাসনে নাবাতিয়ে শহরের পৌর কার্যালয়ে বিমান হামলা চালানো হয়েছে। এই হামলায় শহরের মেয়রসহ ১৫ জন প্রাণ হারিয়েছেন।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রয়টার্স ও বিবিসি পৃথক প্রতিবেদনে এই তথ্য জানায়। ওই সময় পরিষদের সভা চলছিল, তখনই বিমান হামলা চালানো হয়।
শহরের গভর্নর জানান, নিহতদের মধ্যে ৫ জন ছিলেন ত্রাণ বিতরণ কর্মসূচির কর্মী। টানা আক্রমণের কারণে বেশিরভাগ বাসিন্দা এলাকা ছেড়ে চলে গেলেও মেয়রসহ পৌর কর্মীরা থেকে গিয়েছিলেন বাকি লোকজনকে সহায়তা করতে। সাম্প্রতিক হামলায় শহরের বেশ কয়েকটি ঐতিহাসিক স্থাপনা ধ্বংস হয়েছে, যার মধ্যে একটি অটোমান যুগের বাজারও ছিল।
এর আগে মঙ্গলবার রাজধানী বৈরুত এবং দাহিয়ে অঞ্চলেও হামলা চালানো হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রশাসন দাবি করে, হিজবুল্লাহর গোপন ঘাঁটিই তাদের টার্গেট ছিল। সেই সাথে একটি টানেল ধ্বংস করার কথাও জানানো হয়।
গত মাসের শেষের দিকে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলার মধ্যে এটিই লেবাননের কোনো সরকারি ভবনে সবচেয়ে বড় আক্রমণ।